২৮ নভেম্বর, ২০১৫ ১৫:৫১

দুবাই শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কামরুল হাসান জনি, ইউএই :

দুবাই শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল দুবাই শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সংগঠনের বিদায়ী সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন তার বক্তব্যে বলেন, ‘দুবাই শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নির্বাচিত কমিটিতে বেশির ভাগই শিক্ষিত ও ছাত্রনেতা। আশা করছি, এই কমিটির সদস্যরা ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রীয় শ্রমিক দলের হাতকে শক্তিশালী করবে। পাশাপাশি ইউএই বিএনপির অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করে বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশিত পথে এগিয়ে যাবেন।’ তিনি আরও বলেন, ‘বিএনপির অঙ্গ-সংগঠন হিসেবে দুবাই শ্রমিক দলকে রাজনৈতিক ভাবে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত ইউএই বিএনপি।’ 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইউএই শ্রমিকদলের সভাপতি প্রকৌশলী মাহে আলম বলেন, ‘সরকার দুই-চারজনকে হত্যা করে উল্লাস করছে। অথচ তারা ভুলে যাচ্ছে এ দুই-চারজনের বিনিময়ে লক্ষ-কোটি জনতা ঐক্যবদ্ধ হচ্ছে। খুব শিগগিরই দেশনেত্রীর ডাকে কোটি জনতা মাঠে নামবে, সরকার তখন পালানোর পথও খুঁজে পাবে না।’ 

এস এম এরশাদুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম চৌধুরী এনাম, জহিরুল ইসলাম, শহীদুল রাব্বী শিমুল, গাজী জাকির হোসেন, মাহবুবুর রহমান, মাওলানা এবিএম জামাল উদ্দিন। পরে দুবাই শ্রমিক দলে এস এম এরশাদুল আলমকে সভাপতি, মোহাম্মদ আল আমিনকে সাধারণ সম্পাদক ও আব্দুল হক রানাকে সাংগঠনিক সম্পদাক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।


বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর