২৮ নভেম্বর, ২০১৫ ২২:৩২

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে সার কারখানা স্থাপনের প্রস্তাব

এম.মাহমুদুর রহমান আলতা, সৌদিআরব:

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে সার কারখানা স্থাপনের প্রস্তাব

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে একটি এমুনিয়া ফসফেট প্লান্ট স্থাপনের অনুরোধ জানিয়েছেন। এছাড়া গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, শীপ বিল্ডিং শিল্পে বাংলাদেশের উজ্বল সম্ভাবনার বিষয় তুলে ধরে এসব ক্ষেত্রে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানান।

২৬ নভেম্বর সকালে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের কনফারেন্স রুমে জেদ্দা চেম্বারের সেক্রেটারী জেনারেল আদনান এইচ মানদুরার নেতৃত্বে চেম্বারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, মিশন উপ-প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সেলিম রেজা, উপ-সচিব হাসান খালেদ ফয়সল, এফবিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট মাহবুবুল আলম, জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর মোকাম্মেল হোসেন, আছিয়া খাতুন, কনসাল রেজা ই রাব্বি সহ দু’দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

অন্যদিকে রাতে জেদ্দার সরাফিয়া কানন হোটেলে জেদ্দা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত গোলাম মসিহ’র সভাপতিত্বে এবং সরতাজুল আলম দিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, জেদ্দা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি ফজলুর রহমান, জেদ্দা যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান শামীম, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু, জেদ্দা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আউয়াল প্রমুখ।

অর্থমন্ত্রী ২৫ নভেম্বর তার সফরসঙ্গীদের নিয়ে পবিত্র উমরাহ পালন করেন।

বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর