২৩ ডিসেম্বর, ২০১৫ ১১:৫৪

কুয়েতে সিলেটের আঞ্চলিক সাংস্কৃতিক সন্ধ্যা

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত:

কুয়েতে সিলেটের আঞ্চলিক সাংস্কৃতিক সন্ধ্যা

কুয়েতে সিলেট প্রবাসীদের সংগঠন সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্ঠী দেশটির আব্বাসিয়ার একটি হলে আয়োজন করে সাংস্কৃতিক সন্ধ্যা। গত শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইজাজুর রহমান জুনেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সিলেটের কৃতি সন্তান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসহাব উদদীন, এনডিসি, পিএসসি।

সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম এনাম। সিলেটবাসীদের এই মিলন মেলার সাংস্কৃতিক পর্বের পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু মিহির কান্তি পাল।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শুভ্রা পাল, ওমর ফারুখ, সেনু, সুমন, সাইফুল, খছরু, মো. আক্তার, আক্তার হোসেন ও সন্তুষ প্রমুখ।

সম্পূর্ণ সিলেটের আঞ্চলিক ভাষায় আবদুল কাইয়ুম মিন্টু'র রচনা ও নির্দেশনায় নাটক “ডিজিটাল ঘটক” পরিবেশিত হয়। এতে অভিনয় করেন ঘটক: মিন্টু, চেয়ারম্যান: আবুল হাসেম এনাম, সাংবাদিক: টিপু, শফিক: রাহাদ আসাদ, ক্যামেরাম্যান-সাইফুল। নৃত্যে ছিল ওয়ার্দী পাল, গায়ত্রী পাল, নিঝুম দাস, শিশু শিল্পী নৃত্য স্মীথ পাল, সচিব, রিয়া, রক্তিম, রেহাম, সানি প্রমুখ।

বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর