২৩ ডিসেম্বর, ২০১৫ ২০:০৮

আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

কামরুল হাসান জনি, ইউএই :

আমিরাতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট দুবাই প্রবাসীদের নিয়ে আয়োজন করেছে আলোচনা সভার।

কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমানের সঞ্চালনায় মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ভারপ্রাপ্ত কনস্যাল জেনারেল ড. এ.কে.এম.রফিক আহমেদ।

এসময় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (শ্রম) এ.এস.এম জাকির হোসেন, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর, প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারী(কনসাল) কিরিটি চাকমা।

অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, জহিরুল ইসলাম, আবু হেনা চৌধুরী, আব্দুল আলীম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, হাজী শফিকুল ইসলাম, মাজহার উল্লাহ মিয়া, আবুল কাশেম প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর