২৫ ডিসেম্বর, ২০১৫ ২২:১৩

যথাযোগ্য মর্যাদায় কুয়েতে ঈদে মিলাদুন্নবী পালিত

মঈন উদ্দিন সরকার (সুমন), কুয়েত:

যথাযোগ্য মর্যাদায় কুয়েতে ঈদে মিলাদুন্নবী পালিত

কুয়েতে চট্টগ্রাম সমিতির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

বুধবার রাতে কুয়েত সিটির গুলশান হোটেলে সমিতির সভাপতি হাজী জাফর আহমদ চৌধুরী'র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌহিদুল আলমের সঞ্চালনায় ও মোরশেদ আলম বাদলের পরিচালনায় মাহফিলে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক।

মাহফিলে প্রধান অতিথি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান এসএম মাহবুবুল আলম, বিশেষ অতিথি প্রথম সচিব আনিসুজ জামানসহ মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাদের মোল্লা, কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মাওলানা নুরুল আলম, সংগঠনের উপদেষ্টা মোয়াজ উদ্দিন আহমদসহ বিভিন্ন সংগঠনের অসংখ্য প্রবাসী সুধীজন উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়। শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এর মাধ্যমে অতিথিদের আপ্যায়ণ করা হয়। এছাড়া বিভিন্ন সংগঠন পবিত্র এই দিনটি মর্যাদার সাথে পালন করে।

বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর