২৮ ডিসেম্বর, ২০১৫ ১১:১১

পর্তুগালে মৌলভীবাজার জেলার মতবিনিময় সভা

রনি মোহাম্মদ (লিসবন, পর্তুগাল)

পর্তুগালে মৌলভীবাজার জেলার মতবিনিময় সভা

পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলার এক মতবিনিময় ও পরিচিতি সভা। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত ছিলেন। স্থানীয় কাজা দা কবিলা হলরুমে আয়োজিত উক্ত মতবিনিময় ও পরিচিতি সভায় সভাপতিত্বে করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ব্যবসায়ী মোস্তফা উদ্দিন।

তারুণ্যের অহংকার তরুণ ব্যবসায়ী হুসাইন আহমেদের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মিজানুর রহমান সজল, মঞ্জুরুল ইসলাম, খসরু মিয়া, সেলিম উদ্দিন, আমীর সোহেল, পারভেজ খান, আবদুর রশীদ, জাকির হোসেন, মজিবুর রহমান, আবদুল ওয়াহীদ, মুজাহিদুল ইসলাম, মোতাহের সানি, রুবেল আহমেদ, সিদ্দিকুর নোভেল, সুমন, সালা উদ্দিন, শাহীন মিয়া, মহসিনসহ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তরা প্রথমে বিজয়ের মাসে মহান বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের বিজয়ের লাল সূর্যের মুল্যায়ন করেন। বক্তারা বলেন, হয়রত শাহজালালের (র.) অন্যতম অনুসঙ্গী হয়রত শাহ মোস্তফার (র.) স্মৃতি বিজড়িত মৌলভীবাজারের পুণ্যভূমি। মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুর রহমানের রক্তস্নাত মৌলভীবাজারের মাটি। কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসায় চিরনিদ্রায় শায়িত আছে এই বীর সেনানী। বাংলাদেশের চা শিল্পের ভাণ্ডার মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে রয়েছে ৯০টির বেশী চা বাগান। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত এই জেলায়। তাই বাংলা সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যের সাথে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়া, সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রবাসে সকলের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন বলে মনে করেন বক্তারা। অতীতে আমরা সবাই ছিলাম ঐক্যবদ্ধ, এখনো আমরা আছি ঐক্যবদ্ধ। কোনো বাধা বিপত্তি যেন আমাদের প্রাচীর ভাঙতে না পারে, আমারা দেশের বাইরে সুদূর প্রবাসে আমরা একে অন্যর সাথে যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকি এই আশা এই প্রতাশ্যা নিয়ে একসাথে যেন চলতে পারি।

অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জেলার জনাব জাকির হোসেন।


বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর