৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:২৮

কুয়েতে মাদক চোরাচালানের দায়ে দুই বাংলাদেশির ফাঁসি

অনলাইন ডেস্ক

কুয়েতে মাদক চোরাচালানের দায়ে দুই বাংলাদেশির ফাঁসি

মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার দায়ে কুয়েতে দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছনি ফৌজদারি আদালত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা স্ক্রিনিং না করে লাগেজ নিয়ে কাস্টমস এলাকা ত্যাগ করার প্রচেষ্টার সময় একজনের লাগেজ বাজেয়াপ্ত করা হয়েছিল।

রিপোর্টে ওই অপরাধী (আর্টিকেল ২০নং ভিসা- গৃহকর্মী) কুয়েতে প্রবেশের সময় তার কাছে এক কেজি গাঁজা পাওয়া যায়। নিরাপত্তা কর্মীদের কাছে স্বীকার করে বলে সে আরেকজনের জন্য এই গাঁজা নিয়ে আসে। অবশেষে ওই বাংলাদেশিকেও আটক করে নিরাপত্তা বাহিনী। মাদক চোরাচালানের দায়ে ফৌজদারি আদালতের বিচারক মোহাম্মদ আল দোয়াইজ এই রায় দেন।


সূত্র: আরব টাইমস


বিডি-প্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর