৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:১৮

কুয়েতে সাবেক ছাত্রদল ফোরামের প্রতিবাদ সভা

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত

কুয়েতে সাবেক ছাত্রদল ফোরামের প্রতিবাদ সভা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা রাজনৈতিক হয়রানিমূলক দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম, কুয়েত শাখার নেতৃবৃন্দ। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। 

কুয়েত সিটির গুলশান হোটেলে শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই দাবি করেন নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম, কুয়েত শাখার আহ্বায়ক হুমায়ুন কবির মায়মুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাফর ইকবাল পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম কুয়েত শাখার প্রধান উপদেষ্টা ও কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আনম তোহা মিলন, শাহ জাহান সবুজ, আজীজ উদ্দিন মিন্টু, শফি উল্লাহ লিটন, মোস্তফিজুর রহমান, আবদুল কাদের, মোসারফ হোসেন, আবু সাইদ, শাহ আলম,  ইমরান সিকদার, জাহাঙ্গীর, জাকারিয়া আবেদিন, আনোয়ারসহ আরও অসংখ্য নেতাকর্মী।


বিডি-প্রতিদিন/ ০৭ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর