২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৪৩

ডেনমার্কে মাতৃভাষা দিবসে আলোচনা সভা

কোপেনহেগেন (ডেনমার্ক) প্রতিনিধি

ডেনমার্কে মাতৃভাষা দিবসে আলোচনা সভা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ মিশনের উদ্যোগে ডেনমার্কের কোপেনহেগেনে "এশিয়া হাউস" এক আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে শহীদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় এশিয়া হাউসের চেয়ারম্যান কার্স্টেন ডেনকার নিয়েলসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্বে একটাই জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। 

অনুষ্ঠোনে কোপেনহেগেন ইউনিভার্সিটির অধ্যাপক জানজেজা বলেন, একটি জাতি নিজের মাতৃভাষাকে নিজের জীবনের চেয়ে ভালবাসতে পারে তা বাংলাদেশকে দেখে সবার বোঝা উচিত। এরপর বাংলাদেশ মিশন এর রাষ্ট্রদূত জনাব এম এ মুহিত বলেন, মাতৃভাষা জন্য আত্ম্যত্যাগের স্বীকৃতি আজ বিশ্বব্যাপী। তাই আজ সারাবিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তুলতুল অনোমা এর উপস্থাপনায় বিভিন্ন দেশের সমন্নয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাইল্যান্ড এর ইনস্ট্রুমেন্ট কিম, চাইনিজ পারফরমার লিউ জিন, জিয়ান জিয়ান, নেপালি দল থাপা, রেশমা বাংলাদেশের লিয়া, হাফসা ও নোভা এর দৃষ্টিনন্দন নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশ কমিউনিটির পক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া, সহ-সভাপতি জনাব আরিফ খালেক, ইকবাল মিঠু, জামাল আহমেদ, উপদেষ্টা তাইফুর রহমান ভুইয়া, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাশ, মঞ্জুর আহমদ লিমন, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া, আবদুল্লাহ আল জাহিদ, আমির হোসেন, জামিল আখতার কামরুল, দিলীপ রায়, কিশোর কিষান, শ্যামলাল হাওলাদারসহ প্রমুখ।

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২১০৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর