২ মে, ২০১৬ ০৯:৪৬

আমিরাতে শবে মেরাজ বুধবার

ইউএই প্রতিনিধি:

আমিরাতে শবে মেরাজ বুধবার

আগামী বুধবার সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শবে মেরাজ উদযাপিত হবে। মঙ্গলবার সূর্যাস্তের পর থেকে বুধবার ভোর পর্যন্ত শবে মেরাজের রাত হিসাবে গণ্য হবে। তবে শবে মেরাজ বুধবার হলেও মানব সম্পদ ফেডারেল কর্তৃপক্ষ সব সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য বৃহস্পতিবার ছুটির দিন ঘোষণা করেছে আমিরাত সরকার। 

দিনটি উপলক্ষে মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।

মুসলামানরা প্রতি বছর আরবী মাস রজবের ২৭ তারিখে পবিত্র শবে (লাইলাতুল) মেরাজ উদযাপন করে থাকে। এই রাতে হযরত মোহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।


বিডি-প্রতিদিন/ ০২ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর