১৪ মে, ২০১৬ ১৬:৫৪

মালয়েশিয়ায় অপহৃত ৯ বাংলাদেশি উদ্ধার

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় অপহৃত ৯ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ায় অপহৃত ৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার কুয়ালালামপুরের কাছে চেরাসের তামান পুতেরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ান সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।

পুলিশের সহকারী কমিশনার মেগাত মোহাম্মদ আমিনউদ্দিন জানিয়েছেন, এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে তার স্বজনরা মামলা করেছিলেন। এর সূত্র ধরেই পুতেরির একটি বাসায় অভিযান চালিয়ে তারা ওই ৯ বাংলাদেশিদের উদ্ধার করে, যাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

এ সময় তাদের আটক রাখার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন কিশোরী ও ৩ জন কিশোর, যাদের প্রত্যেকের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে। জিম্মিদের দেখভালের জন্য এই পাঁচ জনকে ১ হাজার ৫০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দিত সন্দেহভাজন অপহরণকারী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অপহরণের মূল হোতা পালিয়ে গেলেও পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৫ জনের একজন মধ্যে তার এক মেয়েও রয়েছে।

বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর