২৩ মে, ২০১৬ ১২:৫৮

লিসবনে 'আমরা বাংলাদেশি'র বনভোজন

রনি মোহাম্মদ, (লিসবন) পর্তুগাল)

লিসবনে 'আমরা বাংলাদেশি'র বনভোজন

পর্তুগালের রাজধানী লিসবনে 'আমরা বাংলাদেশি' সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বনভোজন। ব্যস্ততাকে একপাশে সরিয়ে বাংলাদেশি প্রবাসীরা আনন্দমুখর একটি দিন উপভোগ করেন। কাবিলা শহরের নয়নাভিরামরা লেক আর পার্কে অনুষ্ঠিত হলো বনভোজন ও মিলনমেলা। 

লিসবন থেকে বাসে চড়ে ''কোইমব্রার'' মিনি পর্তুগালে বনভোজনস্থলে অতিথিরা উপস্থিত হলে এক উসৎবমূখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকল অতিথিবৃন্দদেরকে স্বাগত জানান লিসবনের তরুণ প্রবাসী ব্যাবসায়ী শের আলী, রিগান, শাহাদাৎ, মাছুম, মো. রনি, ইমরান হোসেন, বাদল, রিজন, ইমরনসহ 'আমরা বাংলাদেশি' সংগঠনের নেতৃবৃন্দ। 

সকাল থেকে দুপুর পর্যন্ত পর্তুগালের দর্শনীয় স্থানে আর ''সেররা দা এসট্রেলা'' ঘোরাঘুরির পর বিকালে কাবিলা শহরের সৌন্দর্যের নয়নাভিরামরা লেক আর পার্কে গল্প আড্ডা আর দুপরের খাবারের পর জমে ওঠে আড্ডা। 


বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর