শিরোনাম
২৫ মে, ২০১৬ ১২:০৯

সৌদি থেকে ফেরত এসেছে ৪০ হাজার গৃহকর্মী

অনলাইন ডেস্ক

সৌদি থেকে ফেরত এসেছে ৪০ হাজার গৃহকর্মী

বাংলাদেশ থেকে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে যাওয়া নারীদের মধ্যে ৫০ শতাংশ দেশে ফেরত এসেছে।  

মঙ্গলবার সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ জানায়, এ পর্যন্ত ৪০ হাজার বাংলাদেশি গৃহকর্মীকে বিভিন্ন কারণ দেখিয়ে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। 

সৌদি আরবের একটি নিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক হুসেইন আল হার্দি বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের বেশিরভাগই গৃহকাজে যুক্ত ছিলেন। তাদের মধ্যে ৫০ শতাংশকেই দেশে ফেরত পাঠানো হয়েছে।

কাজ করতে অস্বীকৃতি, বাংলাদেশ থেকে কাজের ট্রেনিং না নিয়ে আসা, সৌদি ভাষা বুঝতে না পারা এবং সৌদি সংস্কৃতি গ্রহণ না করায় তাদের ফেরত পাঠানো হয় বলেও জানান তিনি।

নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আরও জানানো হয়, ভোক্তাদের কাছে তিনমাসের জন্য গৃহকর্মীদের পাঠানো হয়। এই তিনমাসে যদি ভোক্তা দেখে সে কাজে অপারদর্শী তাহলে কাজে না রাখার কারণ লেখা নোটিশসহ ফেরত পাঠিয়ে দেয়। রিক্রুটমেন্ট অফিস তখন তাদের দূতাবাসের মাধ্যমে দেশে ফেরত পাঠায়।

নতুন করে সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিক নেওয়ার সিদ্ধান্তের পর প্রায় ১ লাখ ৫০ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর