২৮ মে, ২০১৬ ১১:০৯

সাড়ে ৫ মাসেও খোঁজ মেলেনি বাংলাদেশি মাহফুজার

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ:

সাড়ে ৫ মাসেও খোঁজ মেলেনি বাংলাদেশি মাহফুজার

মাহফুজা রহমানের সন্ধান চেয়ে নিউইয়র্ক পুলিশের পোস্টার। ছবি: এনআরবি নিউজ।

সাড়ে ৫ মাস পার হয়ে গেলেও উদঘাটিত হয়নি বাংলাদেশি মাহফুজা রহমানের নিখোঁজ রহস্য। নিউইয়র্ক সিটির বেলভিউ হাসপাতালে নার্স ছিলেন মাহফুজা। গত ৮ ডিসেম্বর পর্যন্ত তিনি কর্মস্থলে ছিলেন। এর কদিন পর মাহফুজার স্বামী মোহাম্মদ চৌধুরী (৩৮) হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করে জানান যে, তার স্ত্রী বিশেষ জরুরি প্রয়োজনে বাংলাদেশে গেছেন। মাস তিনেক থাকবেন। তিনি আরও জানান, মাহফুজার অভিভাবকেরা সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বলে তাকে বাংলাদেশে যেতে হয়েছে। এ কথা বলার পরদিনই ৯ বছরের কন্যা জাহিনকে নিয়ে মোহাম্মদ চৌধুরীও বাংলাদেশে চলে যাওয়ায় হাসপাতাল সহকর্মীদের সন্দেহ ঘনীভূত হয়। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের গোচরে নেয়া হয় গত ৪ মার্চ। প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য সকল স্থানে সন্ধান করেও মাহফুজার কোন হদিস না পেয়ে পুলিশ ব্রঙ্কসে মাহফুজার বাসায়ও তল্লাশি চালায়। এক পর্যায়ে বাসার সামনে সন্দেহজনক একটি স্থান খুঁড়ে মাহফুজার লাশের সন্ধান করে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। অবশেষে তদন্ত কর্মকর্তারা বাংলাদেশে মাহফুজার বাবার ফোন নম্বর সংগ্রহ করে কথা বলেন। মাহফুজার বাবার কথার সাথে তার স্বামী মোহাম্মদ চৌধুরীর কথার কোন মিল খুঁজে পাননি ডিটেকটিভরা। মোহাম্মদ চৌধুরীর সাথেও ফোনে কথা বলেন ডিটেকটিভ। সে সময়ও একই কথা জানান চৌধুরী এবং উল্লেখ করেন যে, শীঘ্রই তিনি নিউইয়র্কে ফিরছেন। এরপর চলে গেল আরো দু’মাস। মোহাম্মদ চৌধুরী ফিরেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রিধারী মাহফুজার হদিসও উদঘাটিত হয়নি এ পর্যন্ত। এ নিয়ে কম্যুনিটিতে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সকলেই অধীর আগ্রহে রয়েছেন মাহফুজার ব্যাপারে। তাহলে মাহফুজা কোথায়-এ প্রশ্ন তদন্ত কর্মকর্তাগণের কাছে। ২৭ মে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন ডিটেকটিভ বলেন, মাহফুজা নিখোঁজ রহস্য উদঘাটনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। 

 

বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর