Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৬ জুন, ২০১৬ ১৩:২৩
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৩:৪০
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোরে দেশটির হাসাবিয়া নামক স্থানে ৬নং হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাসিয়ার মধুসাল গ্রামের মরহুম আবদুল মজিদের ছেলে। দেশটির তিনি দীর্ঘ ১৩ বছর ধরে আল তোয়েক নামক এক কোম্পানিতে কর্মরত ছিলেন।

এদিকে, মৃতের লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমগারে রাখা হয়েছে। প্রকৌশলী আবু সাঈদ নামক আল তোয়েক কোম্পানির এক কর্মকর্তা জানায়, এ ব্যাপারে আল ইসলামের দেশের বাড়িতে যোগাযোগ করা হয়েছে।
 
অন্যদিকে, দুর্ঘটনায় নিহতের বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাসের শ্রম বিভাগ দুর্ঘটনার খবরটি যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছেন বলে প্রতিনিধিকে জানান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই কোম্পানি বা মৃতের আত্মীয় কেউ তাদের সাথে যোগাযোগ করেনি বলেও জানায়।


বিডি-প্রতিদিন/১৬ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow