Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ২৮ জুন, ২০১৬ ১৩:০০
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ বাংলাদেশি। আজ স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সৌদির তায়েফে কাজ শেষ করে সড়কপথে রিয়াদে ফিরছিলেন ঐ সাতজন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহত দুজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আমিরুল ইসলামের ছেলে আলাউদ্দীন সাব্বির (২৮) ও একই জেলার লাঙ্গলকোট উপজেলার মো. রিপন (২৯)।

এদিকে দুর্ঘটনায় আহত পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের হেলিকপ্টারে করে রাজধানী শহর রিয়াদের সমুচি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৬/হিমেল-১৪
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow