২৯ জুন, ২০১৬ ১১:১৪

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে ইউকে নির্মূল কমিটির সভা

লন্ডন থেকে এনআরবি নিউজ:


জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে ইউকে নির্মূল কমিটির সভা

শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির যুক্তরাজ্য শাখা গত রবিবার বিকেলে ইস্ট লন্ডনের বাংলাটাউনের স্বাদগ্রিল রেস্টুরেন্টেএক আলোচনা সভার আয়োজন করেছে। নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাংবাদিক সৈয়দ আনাছ পাশার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শহীদ পরিবারের সদস্য ও নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা হাসনা হেনার ছেলে লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার সাংবাদিক নাদিম কাদির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত অধ্যাপক তালহা ইয়াছিন। 

শহীদ জননীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক, আবু মুসা হাসান, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন মাহমুদ এ রউফ, যুক্তরাজ্য নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা-সদস্য সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল, ইউকে নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য  নাট্যকর্মী স্বাধীন খসরু, অ্যাসিসটেন্ট সেক্রেটারি জামাল খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিয়ার চৌধুরী, আব্দুল মালেক খোকন, কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সদস্য নিলুফা হাসান, ডা. আফরোজা খাতুন, সাংবাদিক হামিদ মোহাম্মদ, শাহ তোফায়েল আহমদ প্রমুখ। 

 

বিডি-প্রতিদিন/ ২৯ জুন, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর