Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জুলাই, ২০১৬ ১০:০১
আপডেট : ১২ জুলাই, ২০১৬ ১০:০৪
'দেশকে ইতিবাচক ভাবে তুলে ধরুন'
ইউএই প্রতিনিধি :
'দেশকে ইতিবাচক ভাবে তুলে ধরুন'

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের উদ্দেশ্যে দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান বললেন, ‘দেশকে ইতিবাচক ভাবে তুলে ধরুন। বাংলাদেশকে প্রবাসে ইতিবাচক রূপে তুলে ধরতে মিডিয়াকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ’

সোমবার বিকেলে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত বিশেষ চা চক্রে আমিরাত প্রবাসী সাংবাদিকদের এমন ইঙ্গিতপূর্ণ মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘যেকোনো জাতীয় সংকটকালীন মুহূর্তে সাংবাদিকরা সবসময় সচেতন ছিলেন, আগামীতেও সচেতন থাকবেন। এখন থেকে বাংলাদেশকে বিদেশের মাটিতে সুন্দর ভাবে উপস্থাপন করতে মিডিয়াকর্মীদের সঙ্গে কনস্যুলেট এক যোগে কাজ করবে। ’

চা চক্রে মতবিনিময়কালে কনস্যুলেটের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মাশিয়াল কাউন্সিলর ড এ কে এম রফিক আহমেদ, কনসুলার মেহেদুল ইসলাম, কাউন্সিলর ড. শাহ তানভীর মনসুর, লেবার কাউন্সিলর জাকির হোসেন, প্রথম সচিব ( শ্রম) একেএম মিজানুর রহমান।

এসময় প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি প্রতিনিধি শিবলী সাদিক, একুশে টিভি প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, এশিয়ান টিভি প্রতিনিধি মোহাম্মদ মুছা, বাংলাভিশন প্রতিনিধি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, মাইটিভি প্রতিনিধি সিরাজুল হক, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি কামরুল হাসান জনি, সপ্তাহিক দেশের খবর সম্পাদক এনাম পাশা, গিয়াস উদ্দিন ও মামুনউর রশীদ।

বিডি-প্রতিদিন/ ১২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow