২২ আগস্ট, ২০১৬ ১৭:৪৪

কুয়েতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েতঃ

কুয়েতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার মালিয়ায় সুইচ বেল প্লাজা হোটেলে বঙ্গবন্ধু পরিষদ কুয়েত'র উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের এর আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মান্যবর রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
বিশেষ অতিথির মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন রবিউল আলম রবি, মোহাম্মদ ইয়াকুব, বিজনেস কাউন্সিলের সভাপতি মোখাই আলী লুৎফর রহমান, বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান শাহীদ ইসলাম পাপুল প্রমুখ।

শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বেশকটি সংগঠন এর মধ্যে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সিমিতি, ফ্যামেলি ফোরাম সহ অন্যান্য সংগঠন।

সে সময় ৭ মার্চ ১৯৭১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় শোক দিবস এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ফয়েজ কামাল, শহীদ ইসলাম পাপুল, মোকাই আলী লুৎফার রহমান, আকবর হোসেন, শাহনেওয়াজ নজরুল, রাশেদ মোশারফ হোসেন পাঠান, বাহার উদ্দিন বাহার, আলী আব্দুল ওয়াহিদ, তুষার, সুমন প্রমুখ।

কবিতা আবৃতি করেন বি এম টোকন ও কাঙ্খিতা জামান।

অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য ও প্রবাসীদের শুভেচ্ছা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহা সচিব খন্দকার মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের প্রতি এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা, দোয়া পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি খোরশেদ আলম রফিক রাজা পাটোয়ারী।

বিডি প্রতিদিন/  ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর