Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫২
আপডেট :
শহীদ কাদরী স্মরণে নিউইয়র্কে স্মরণসভা শনিবার
অনলাইন ডেস্ক
শহীদ কাদরী স্মরণে নিউইয়র্কে স্মরণসভা শনিবার

সদ্য প্রয়াত কবি শহীদ কাদরী স্মরণে আগামী শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস-৬৯ (৭৭ স্ট্রীট ও ৩৭ এভিনিউ)-তে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার ঢাকায় প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক হাসান ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভায় আলোচনা, কবিতা, গান ও স্মৃতিচারণের মধ্যদিয়ে কবিকে স্মরণ করা হবে। এতে অংশ নেবেন কবির নিকটতম বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পাঠকগণ। এতে কবির সহধর্মিনী নীরা কাদরী ও একমাত্র ছেলে আদনান কাদরী উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে উৎসাহী প্রবাসী বাংলাদেশিদের অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow