২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৬

ফিনল্যান্ডে বাঙ্গালী এসোসিয়েশনের ঈদ উদযাপন

জাবেদ ইকবাল, তামপেরে, ফিনল্যান্ড:

ফিনল্যান্ডে বাঙ্গালী এসোসিয়েশনের ঈদ উদযাপন

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশী। ঈদে পরিবার ও আত্মীয়দের সঙ্গে জমে ওঠে আড্ডা আরও রাশি রাশি। এমন অনুভূতিগুলোই প্রকাশ করলেন বাংলাদেশ থেকে আসা মাস্টার্স শিক্ষার্থী মো. শাফায়েত হাসান। শাফায়েতের মত পরিবার ছেড়ে প্রথম বারের মতো ঈদ পালন করছেন মাস্টার্স শিক্ষার্থী রিমেন মুশফিক। তাই ফিনল্যান্ডের তামপেরে শহরে বাঙ্গালী এসোসিয়েশনের ঈদ উদযাপন অনুষ্ঠানে এসে কষ্ট ভুলে খুবই আন্দদিত তারা। 

গত রবিবার স্থানীয় এলাকার হলরুমে সকাল ১২ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হরেক রকমের বাঙ্গালী খাবার আর মিষ্টান্নের আয়োজন করে স্থানীয় বাঙ্গালী এসোসিয়েশন 'তাম-বাংলা সোশ্যাল ক্লাব'। এছাড়া অনুষ্ঠানে নব্য শিক্ষার্থীদের পরিচয় পর্ব, গান, ছড়া, কৌতুক ও বিভিন্ন ইনডোর খেলার আয়োজন করা হয়। 

আনুষ্ঠানিকভাকে গত সোমবার সারা ইউরোপে ঈদ অনুষ্ঠিত হলেও ফিনল্যান্ডে পড়তে আসা শিক্ষার্থী ও চাকুরিজীবিদের ছুটি মিলেনি। তাই বাঙ্গালী এসোসিয়েশন ছুটির দিন রবিবারকে ঈদ উদযাপনের জন্য বেছে নেয়।


বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর