Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৫৯
আপডেট :
সৈয়দ হকের মৃত্যুতে প্রবাসেও শোকের ছায়া
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :
সৈয়দ হকের মৃত্যুতে প্রবাসেও শোকের ছায়া

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন প্রবাসী বাংলাদেশিরাও। দলমত নির্বিশেষে সবাই এ মৃত্যুকে বাঙালি জাতির এগিয়ে চলার ক্ষেত্রে অপূরণীয় এক শুন্যতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন।  

শোকার্ত প্রবাসীদের এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ফ্লোরিডায় ওয়েস্ট পামবিচে। ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি ও বাই ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমানের সভাপতিত্বে এ মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয়।  

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রহমান জহীর, সহ-সভাপতি মোহাম্মদ এমরান, আমির আলী চৌধুরী, আব্দুল ওয়াহিদ মাহফুজ, অপু চৌধুরী, রফিকুল ইসলাম, উত্তম বাবু, ইফতেখার চৌধুরী, আহসান হাবিব টিপু।

এদিকে, সৈয়দ হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের আহ্বায়ক রাশেদ আহমদ, যুগ্ম আহ্বায়ক লাবলু আনসার, ইউএস কমিটি ফর সেক্যুলার-ডেমক্র্যাটিক বাংলাদেশ’র সভাপতি ড. নূরন্নবী এবং সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, ওয়াশিংটন ডিসিতে বসবাসরত মুক্তিযোদ্ধা ও লেখক হারুন চৌধুরী, এবিসি কনভেনশনের সদস্য সচিব নজরুল ইসলাম বাবুল প্রমুখ।  

 

বিডি-প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০১৬/ অাফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow