১৮ অক্টোবর, ২০১৬ ১৮:১১

দেশ ও প্রবাসের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি

ইউএই প্রতিনিধি:

দেশ ও প্রবাসের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে দেশ ও প্রবাসের ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্য বঙ্গবন্ধু পরিষদ সমন্বয় কমিটি।

গত সোমবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার। এতে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন সমন্বয় কমিটির আহবায়ক ইফতেখার হোসেন বাবুল।

সংবাদ সম্মেলনে বক্তারা মধ্যপ্রাচ্যে বঙ্গবন্ধুর আদর্শের মশাল বাহক আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, মধ্যপ্রাচ্য বঙ্গবন্ধু পরিষদ সমন্বয় কমিটি আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখার হোসেন বাবুলকে কেন্দ্রীয় কমিটিতে প্রবাসী কিংবা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করার দাবি জানান। এই সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে বঙ্গবন্ধু পরিষদের নেতারা ভিডিও ও টেলি-কনফারেন্সে তাদের সাথে একত্বতা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আমরণ দলটির প্রধানের দায়িত্ব পালন করতে হবে।

বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর