২১ অক্টোবর, ২০১৬ ১৪:৫৫

মার্চকে 'বাংলাদেশ হেরিটেজ' মাস হিসেবে স্বীকৃতির প্রস্তাব

অনলাইন ডেস্ক

মার্চকে 'বাংলাদেশ হেরিটেজ' মাস হিসেবে স্বীকৃতির প্রস্তাব

মার্চ মাসকে ‘বাংলাদেশ হেরিটেজ' মাস হিসেবে স্বীকৃতি দিতে অন্টারিওর লেজিসলেটিভ এসেম্বলিতে (প্রভিন্সিয়াল পার্লামেন্ট) প্রস্তাব ওঠেছে। স্কারবোরো সাউথওয়েষ্টের এমপিপি লরেঞ্জো বেরারডিনেটি শুক্রবার এই প্রস্তাব উত্থাপন করেন।

টরন্টো সেন্টারের এমপিপি এবং পরিবেশ মন্ত্রী গ্লেন মুরে অন্টারিওতে বাংলাদেশ কমিউনিটির ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। বিচেস ইষ্ট ইয়র্ক এলাকার এমপিপি আর্থার পটস প্রস্তাবের সমর্থন করেন। ফলে প্রস্তাবটি এসেম্বলিতে গ্রহণের অনুমোদন পায়।

পরবর্তী পর্যালোচনার (সেকেন্ড রিডিং) পর প্রস্তাবটি অনুমোদনের জন্য লেজিসলেটিভ এসেম্বলিতে আসবে। সেখানে অনুমোদিত হলে এটি প্রভিন্সে মার্চ মাস বাংলাদেশ হেরিটেজ মাস হিসেবে স্বীকৃতি পাবে। 


বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর