১৮ নভেম্বর, ২০১৬ ১৩:৫৯

কানাডার প্রধানমন্ত্রীর আসনে নির্বাচন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত খালিশ

অনলাইন ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রীর আসনে নির্বাচন 
করবেন বাংলাদেশি বংশোদ্ভূত খালিশ

কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে এনডিপির প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত খালিশ আহমেদ। গত বছরের আগস্ট মাসে সাবেক প্রধানমন্ত্রী  হাউজ অব কমন্স থেকে পদত্যাগ করলে ক্যালগেরি হেরিটেজ আসনটি শূণ্য হয়ে যায়। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই আসনে নতুন নির্বাচন করা হবে। টরন্টোর বাংলা পত্রিকা 'নতুনদেশ ডটকম' এই সংবাদ দিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কনজারভেটিভ পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ক্যালগেরি হেরিটেজ আসনের আসন্ন উপনির্বাচনে খালিশ আহমদের মনোনয়ন নিয়ে আলোচনা হচ্ছে। গত জাতীয় নির্বাচনে তিনি ক্যালগেরি সিগন্যাল এলাকা থেকে এনডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন। সেই নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থীর কাছে তিনি হেরে যান। 

জানা যায়, নির্বাচনে হেরে গেলেও বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ বিজ্ঞানী খালিশের বক্তৃতা বিবৃতি- আলবার্টাবাসীর বিশেষ নজর কাড়ে। আলবার্টার মূলধারার মিডিয়াগুলোও তাকে  বিশেষ গুরুত্ব দেয়। নির্বাচনী প্রচারণায় দেয়া তার ভাষণ স্থানীয় কয়েকটি টিভি চ্যানেল গুরুত্ব দিয়ে প্রচার করে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলধারার মিডিয়ায় এবং জনগণের মধ্যে খালিশ আহমদের বক্তব্য বিশেষ গুরুত্ব পাওয়ায় এনডিপি স্টিফেন হারপারের ছেড়ে দেওয়া আসনে খালিশ আহমদের মনোনয়নের ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে। খালিশ আহমদ জানান, প্রার্থীতার ব্যাপারে তিনি এনডিপির অনুমতি পেয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, সাবেক প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসন হিসেবে ক্যালগেরি হেরিটেজ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গত কারনেই রাজনৈতিক বিশ্লেষক এবং মিডিয়ার বিশেষ গুরুত্ব থাকবে এই আসনের উপনির্বাচনের দিকে। ফলে এই আসনের প্রার্থীরা বড় ধরনের প্রচারণাও পাবেন। 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী খালিশ আহমেদ তেল সমৃদ্ধ আলবার্টায় একজন শীর্ষস্থানীয় জ্বালানী তেল বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত।


বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর