১৯ নভেম্বর, ২০১৬ ১১:২১

মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে প্রবাসী বিশ্ব সম্মেলন

জহিরুল ইসলাম হিরণ, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় আজ শুরু হচ্ছে প্রবাসী বিশ্ব সম্মেলন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ (শনিবার) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’। এ উপলক্ষ্যে গত ১৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং ফেডারেল হোটেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যসোসিয়েশন (আয়েবা)।

সাংবাদিক সম্মেলনে গ্লোবাল সামিট সফল করার প্রত্যয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উওর দেন আয়েবা প্রেসিডেন্ট প্রকৌশলী ড. জাইনুল আবেদীন।

এ সময় আয়েবা কর্তৃপক্ষ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশিরা একে অপরের সুখে যেমন সুখী হই, তেমনি অন্যের দুঃখে কষ্ট পাই। সে কারণেই আমাদের এ উদ্যোগ। আমরা সবাই একসঙ্গে মিলে বিশ্বের নানা দেশে থাকা বাংলাদেশিদের সমস্যায় ঝাঁপিয়ে পড়বো, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবো।

এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত কমিউনিটি নেতৃবৃন্দ আয়েবার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের মতো এতটা অর্থনৈতিক ও অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জন করতে পারিনি। আপনারা সুদূর ইউরোপ থেকে এসে এখানে সম্মেলন করছেন এটি আমাদের জন্য আনন্দের বিষয়।

এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আয়েবা নেতৃবৃন্দ বলেন, ‘আমরা স্বপ্নপূরণের লক্ষে এগিয়ে যাচ্ছি, আশা করছি সবার সহযোগিতায় সফল হবো। শিক্ষার্থী ও সাধারণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা যথাযথ চেষ্টা করবো’।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ প্রতিদিন সম্পাদক আবেদ খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি এবং একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহমেদ জুবায়ের, বাংলা ভিশনের হেড অব নিউজ মোস্তফা ফিরোজ দিপু এবং ঢাকার দুই সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান এবং মাহমুদ হাফিজসহ কমিউনিটি নেতৃবৃন্দ।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. শহিদুল ইসলাম আজ (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় ২ দিনব্যাপী সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সমাপনী দিনে রবিবার বিকেলে প্রধান অতিথি থাকবেন মালয়েশিয়া সরকারের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোহামেদ নাজরি আবদুল আজিজ এমপি।

সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পর্যটন, হিউম্যান রিসোর্স, স্কিল ডেভেলপমেন্ট, নিরাপদ অভিবাসনসহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বহুবিধ ইস্যুতে চারটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে।
 


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর