১৯ নভেম্বর, ২০১৬ ২০:১৩

বাংলাদেশি মানব পাচারকারী লিবিয়ায় গ্রেফতার

অনলাইন ডেস্ক

বাংলাদেশি মানব পাচারকারী লিবিয়ায় গ্রেফতার

লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় ৩৭ জন স্বদেশি ও অন্যান্যদের পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে লিবিয়ার পুলিশ।

আজ শনিবার ত্রিপোলিতে বাংলাদেশ দুতাবাসের ফেসবুক পেজে প্রদত্ত এক পোস্টে জানানো হয়, বৃহস্পতিবার ত্রিপোলির পুলিশ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সুজন নামে নোয়াখালীর এক নাগরিককে গ্রেফতার করে।

ফেসবুক পোস্ট জানায়, দীর্ঘদিন ধরে সে বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচার করে তাদের পরিবার থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করে আসছিল।

লিবিয়ার ঘারিয়ান শহরের ‘আল হামরা’ ডিটেনশন সেন্টারে দেশটিতে অবৈধভাবে প্রবেশকারী আটক ৩৭ জন বাংলাদেশির অবস্থা পরিদর্শনে গেলে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সুজন সম্পর্কে জানতে পারেন।

লিবিয়ান পুলিশ গত ৮ নভেম্বর ৩৭ জন বাংলাদেশিকে ঘারিয়ান শহর থেকে আটক করে। তারা ওই সময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

লিবিয়ান পুলিশ তিন সপ্তাহ আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে পাচারকারীদের হাত থেকে কমপক্ষে ৬৫ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে।

বাংলাদেশ সরকার নিরাপত্তার কারণে গত বছর জুন থেকে সরকারিভাবে বাংলাদেশিদের লিবিয়ায় প্রেরণ নিষিদ্ধ ঘোষণা করে।
লিবিয়াও উত্তর আমেরিকান দেশসমূহে সমস্যাজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশি শ্রমিকদের নিয়োগ বন্ধ করে দিয়েছে।
ফেসবুক পেজ আরো জানায়, লিবিয়ায় বর্তমানে প্রায় ৩০ হাজার বাংলাদেশি কাজ করছে।

বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর