১ ডিসেম্বর, ২০১৬ ১৪:১২

অনুমোদন পাওয়ায় ইউএই বিএনপি অঙ্গ-সংগঠনের অভিনন্দন

কামরুল হাসান জনি, ইউএই

অনুমোদন পাওয়ায় ইউএই বিএনপি অঙ্গ-সংগঠনের অভিনন্দন

সংযুক্ত আরব আমিরাতের শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অনুমোদন পেয়েছে। অনুমোদন দেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীরকে অভিনন্দন জানিয়েছে বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জিয়া পরিষদ, শারজা বিএনপি, ইউএই সাইবার ইউজার দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা। 

বুধবার রাতে ইউএই শাখার নেতা কর্মীরা বলেন, দলের সময় উপযোগী সিদ্ধান্তের কারণে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বেড়েছে। তাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অাগামী যেকোনো অান্দোলনকে এগিয়ে নিতে এই ঐক্যবদ্ধতা ও বৈধতা খুব বেশি প্রয়োজন ছিল। অনুমোদিত কমিটিগুলোকে ঢেলে সাজানো হবে।

কমিটি অনুমোদন হওয়ার পর বুধবার সন্ধ্যায় শারজার স্থানীয় একটি হোটেলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নতুন নের্তৃবৃন্দকে অভিনন্দন জানাতে কেউ কেউ মিষ্টি ও ফুলও নিয়ে অাসেন। দলের নেতা কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দনের জবাব দিতে ছুটে অাসেন নতুন অনুমোদিত কমিটির এক নং যুগ্ন সম্পাদক প্রকৌশলী মাহে অালম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর অালম রুপু। উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক সালাম তালুকদার টেলি কনফারেন্সে নেতা কর্মীদের শুভেচ্ছা জানান। এতে শারজা সেচ্ছাসেবক দলের সভাপতি ইউএই বিএনপি নেতা নুরুনবী ভূইয়া, অাজিজুল ইসলাম কিরণ,  বিএনপি নেতা সেলিম উদ্দিন খান, হানিফ মো. খোকন, সরোয়ার অালম, কাউছার অাহমেদ, অানোয়ার হোসেন, যুবদল নেতা মিঞা মোহাম্মদ সিজিল, ছালেহ অাহাম্মদ তালুকদার, অাজম রানা, শ্রমিকদল নেতা নেজাম উদ্দিন, গাজি জাকির হোসেন, অামজাদ হোসেন অাতিক হোসেন, জিয়া পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সুমন, মহিলা দলের সভাপতি সামছুন নাহার স্বপ্না প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএই কেন্দ্রীয় কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির সংযুক্ত আরব আমিরাত কমিটিতে যথাক্রমে সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এটিএম জাহিদ চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোস্তফা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, ১ নং সহ-সভাপতি নুরুল আলম (আলম), ১ নং  যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মহি আলম, প্রধান উপদেষ্টা হিসেবে ইঞ্জিনিয়ার রফিক শিকদারকে নির্বাচন করা হয়েছে।

বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর