৪ ডিসেম্বর, ২০১৬ ১৭:১৪

আমিরাতের জাতীয় দিবসে কেক কাটল প্রবাসীরা

কামরুল হাসান জনি, আরব আমিরাত:

আমিরাতের জাতীয় দিবসে কেক কাটল প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের ৪৫ তম জাতীয় দিবসে ৪৫ পাউন্ডের কেক কেটে ভিন্ন আমেজে দিবসটি পালন করেছে প্রবাসীরা।

আমিরাতের আজমান শুটার ক্লাবে জাতীয় দিবসের দিবাগত রাতে এ আয়োজনে সামিল হন আমিরাতস্থ প্রবাসীরা। রাত ৯ টায় শত শত প্রবাসীদের উপস্থিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আজমান শুটার ক্লাব।

এনআরবি কেয়ারের পরিচালক রাফিকুল্লাহ গাজ্জালির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় প্রবাসীদের দ্বিতীয় হোমের জাতীয় দিবসের মহা উৎসব। আয়োজকরা জানান, স্থানীয়দের সাথে প্রবাসী বাংলাদেশিদের একাত্মতা ঘোষণার লক্ষেই মূলত এ বিশাল আয়োজন।
 
সোশ্যাল ক্লাব দুবাইয়ের সভাপতি নওশের আলী অনুষ্ঠানে আগত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি জন্মসূত্রে আর আমিরাতকে ভালোবাসতে হবে জীবিকার্জনের মাধ্যম হিসেবে। তিনি আরো বলেন, আমরা আমাদের দেশকে উপস্থাপনের জন্য সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি, আজকের এ আয়োজন তারই একটি অংশ।

জাতীয় দিবসের উক্ত অনুষ্ঠানে আমিরাতের প্রতিটি শহর থেকে আসা প্রবাসীরাসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর