৯ জানুয়ারি, ২০১৭ ১২:০৬

'বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ছাড়া বিজয় অসম্পূর্ন ছিল'

কোপেনহেগেন প্রতিনিধি, ডেনমার্ক

'বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ছাড়া বিজয় অসম্পূর্ন ছিল'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে ডেনমার্ক আওয়ামী লীগ ৮ জানুয়ারি এক আলোচনা সভার আয়োজন করে। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডেনমার্ক যুবলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন জীবন,  সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাটসহ আরও অনেকে।  

বক্তারা বলেন, জাতির পিতা ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলার মাটিতে প্রত্যাবর্তন করে এক ঐতিহাসিক ভাষণ দেন। বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে। স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশসমূহ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বঙ্গবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্বে অল্পদিনের মধ্যেই বিশ্ব দরবারে বাংলাদেশের দৃঢ় অবস্থান তৈরি হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফাহমিদ আল মাহিদ, কবির আহমেদ, কোহিনুর আখতার মুকুল, শামসুল আলম চৌধুরী, আব্দুল্লাহ আল জাহিদ, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, সুমন দাশ, মাহফুজুর রহমান নয়ন, এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন  ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই  পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া, লিন্ডা হাসান, জাহেদুর রহমান, অমিত বড়ুয়া, মাকসুদুল হাসান, মাহিদ আহসান উজ্জামান, সরওয়ার আলম, সাইফুল ইসলাম সোহাগ, আরাফাত আহমেদ, মোক্তারসহ অনেকে। 

 

বিডি প্রতিদিন/৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর