১০ জানুয়ারি, ২০১৭ ১৯:৫২

ইতালিতে মহিলা সমাজ কল্যাণ সমিতির শীতকালীন বনভোজন

এমডি রিয়াজ হোসেন, ইতালি

ইতালিতে মহিলা সমাজ কল্যাণ সমিতির শীতকালীন বনভোজন

ইউরোপ জুড়ে  তুষারপাতে জনজীবন বিপর্যস্ত  হলেও রোমে নেই কোন  তুষার । আর এই তুষারপাত দেখার জন্য মহিলা সমাজ কল্যাণ সমিতি আয়োজন করেছে শীতকালীন বনভোজন। ইতালীর আবরুজ্জো শহরের কাম্পো ডি ফেলেসি নামক স্থানে বরফে আস্ছাদিত পাহাড়ের মধ্যে এ বনভোজনের আয়োজন করা হয়। 

মহিলা সমাজ কল্যান সমিতির সভানেত্রী লায়লা শাহ এর নেতৃত্বে রোম থেকে বাস ছেড়ে যায়। তুষারপাতের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠেন অংশগ্রহণকারীরা। ক্যাবল কারের মাধ্যমে পাহাড়ের উপরে উঠেন তারা। মহিলা সমাজ কল্যান সমিতির সহ সভাপতি নার্গিস আক্তার ছাড়াও সাংবাদিক এমডি রিয়াজ হোসেন, খান রিপন, শিমুল রহমান ছাড়াও জাহাঙ্গীর আলম, রুহুল আমিন রাহুল, খান রবিন, ব্যবসায়ী হুমায়ুন কবিরসহ অর্ধশতাধিক প্রবাসী শীতকালীন বনভোজনে অংশগ্রহণ করেন। 

সংগঠনের সভাপতি লায়লা শাহ বলেন সৃষ্টিকর্তার সৃষ্টি প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই আমাদের এই আয়োজন। আগামী দিনেও ইউরোপের বিভিন্ন দেশে সবাই একত্রে ঘুরতে যাওয়ার পরিকল্পকনা রয়েছে।


বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর