১৭ জানুয়ারি, ২০১৭ ১৯:০৭

জেদ্দায় বাংলাদেশ স্কুলের ইংলিশ শাখার সমাবর্তন অনুষ্ঠিত

সৌদি আরব প্রতিনিধি:

জেদ্দায় বাংলাদেশ স্কুলের ইংলিশ শাখার সমাবর্তন অনুষ্ঠিত

বৃটিশ কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দার আইজিসিএসই এবং এ লেবেলের শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ ড. আবদুল বাকি। উপাধ্যক্ষ আবদুল কাইয়ূমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ড.নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর আলতাফ হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান কাজি নেয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, সদস্য ইয়াহিয়া চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, ডা. মাহবুব উল্লাহ, আতিকুল ইসলাম আলভী এবং মুসা খান। ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র, গোল্ড মেডেল ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, প্রতিটি ছাত্রছাত্রীকে মেধাবী এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্রছাত্রীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখছে এবং স্কুলের সুনাম বয়ে আনছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর