১৯ জানুয়ারি, ২০১৭ ২০:০৮

'প্রবাসীদের রেমিট্যান্সের উপর করারোপের প্রস্তাব করা হবে'

সৌদি আরব প্রতিনিধি:

'প্রবাসীদের রেমিট্যান্সের উপর করারোপের প্রস্তাব করা হবে'

হোসাম আব্দুল মোহসিন আল আনগারি

সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের উপার্জিত অর্থ দেশে না পাঠিয়ে স্থানীয়ভাবে বিনিয়োগে আগ্রহী করতে রেমিট্যান্স পাঠানোর উপর কর আরোপের একটি প্রস্তাব আগামী সূরা বৈঠকে উপস্থাপন করা হবে।

সৌদি মজলিশে সূরার অর্থনৈতিক কমিটির সাবেক চেয়ারম্যান, জেনারেল অডিট ব্যুরোর সভাপতি হোসাম আব্দুল মোহসিন আল আনগারির বরাত দিয়ে বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর ৬% ফি আরোপের একটি প্রস্তাব সূরা কাউন্সিলের অর্থনৈতিক কমিটিতে অনুমোদিত হয়েছে। এই প্রস্তাবটি সূরা কমিটির আগামি অধিবেশনে উত্থাপন করা হবে।

এই প্রস্তাবটি পাশ হলে শুরুতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের উপর ৬% ফি আরোপ হবে এবং পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়বে।
সূরা কাউন্সিলের প্রস্তাবকারী আনগারী বলেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ দেশে না পাঠিয়ে সৌদি আরবেই বিনিয়োগ করতে উৎসাহিত হবে।

সূরা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের নিজ নিজ দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বেড়ে গেছে। ২০০৪ সালে সৌদি আরব থেকে অন্যান্য দেশে যাওয়া রেমিট্যান্সের পরিমাণ ছিল ৫৭ বিলিয়ন সৌদি রিয়াল। ২০১৩ সালে তা পৌঁছেছে ১৩৫ বিলিয়ন সৌদি রিয়ালে।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর