২৪ জানুয়ারি, ২০১৭ ২১:৪১

কলকাতা বিমানবন্দরে বাংলাদেশি নাগরিক আটক

দীপক দেবনাথ, কলকাতা:

কলকাতা বিমানবন্দরে বাংলাদেশি নাগরিক আটক

প্রতীকী ছবি

ভুয়া পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে দুবাই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন এক বাংলাদেশি নাগরিকে। গতকাল সোমবার রাতে বাংলাদেশের বাসিন্দা মহম্মদ আলাউদ্দিন নামে ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দরের অভিবাসন দফতরের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহুকুমা আদালতে তোলা হয় তাকে।

বিমানবন্দর সূত্রে খবর, রাতেই এমিরেটসের ০৭১ বিমানে কলকাতা থেকে দুবাই যাবার কথা ছিল আলাউদ্দিনের। কিন্তু বিমানবন্দরে অভিবাসন দফতরের কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। জানা যায়, ভুয়া পাসপোর্ট ব্যবহার করে দুবাইয়ে উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিলেন ওই বাংলাদেশি নাগরিক। এরপরই তাকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে বেশ কিছুদিন আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আলাউদ্দিন। এরপর ভারতে বসেই নিজের নামে ভুয়া পাসপোর্ট তৈরি করেন।  

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর