১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:১৩

ইতালীতে অর্থমন্ত্রী আব্দুল মুহিতকে নাগরিক সংবর্ধনা

এমডি রিয়াজ হোসেন, ইতালী

ইতালীতে অর্থমন্ত্রী আব্দুল মুহিতকে নাগরিক সংবর্ধনা

ইতালী আওয়ামী লীগের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ারে ভাসছে। শেখ হাসিনা সরকারই পারে ১০ টাকা কেজি চাল দিতে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত মনোবলের কারনেই পদ্মা সেতু আজ বাস্তবায়নের পথে। ২০২১ সালের মধ্যে স্বপ্নের পদ্মা সেতুতে গাড়ি চলবে আসা করি।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ইতালী আওয়ামী লীগ। রোমের তরপিনাতারা কমুনের হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী।

সংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ারে ভাসছে। শেখ হাসিনা সরকারই পারে ১০ টাকা কেজি চাল দিতে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্ত মনোবলের কারনেই পদ্মা সেতু আজ বাস্তবায়নের পথে। আশা করি, ২০২১ সালের মধ্যে স্বপ্নের পদ্মা সেতুতে গাড়ি চলবে।

মন্ত্রী তার বক্তৃতায় আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতার গেলে দেশকে খালি খোসা বানিয়ে রাখে, আর আওয়ামী লীগ রিজার্ভ রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জীএম কিবরিয়া।

ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আলী আহম্মদ ঢালী, হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী,জসিম উদ্দিন, আ. রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, এম এ রব মিন্টু, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক লুৎফর সর্দার, মোজাফ্ফর হোসেন বাবুল, মান্নান মাতবর, হাবীব মকদম, এনায়েত করিম, শেখ মামুন, খলিল বন্দুকছী, নয়না আহমেদ, হুমায়ন কবির, মাসুদ রানাসহ আরও অনেকে।

এ ছাড়া জালালাবাদ কল্যান সংঘ ইতালীর সভাপতি জামিল আহমেদ ও সাধারণ সম্পাদক হুসাইন মো. বাবুলের নেতৃত্বে বৃহত্তর জালালাবাদ কল্যান সংঘ ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রীকে। জালালাবাদ কল্যাণ সংঘের উপস্থিতি দেখে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ইতালীতেও সিলেটবাসী এত ঐক্যবদ্ধ দেখে খুবই ভাল লাগছে।

উল্লেখ, তিন দিনের সরকারী সফরে ইতালী এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।


বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর