শিরোনাম
১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:০৯

বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়েজ

মঈন উদ্দিন সরকার (সুমন), কুয়েত

বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়েজ

কুয়েতে প্রায় আড়াই লক্ষ প্রবাসী বিভিন্ন পেশায় নিযোজিত আছেন। এই প্রবাসীদের মধ্যে হাতেগোনা কিছু প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনীতিক কর্মের সাথে জড়িত। এদের দেড় শতাধিক সংগঠন রয়েছে। ভিন্ন নামে কিংবা ভিন্ন ভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করা হয়ে থাকে। কিন্তু সকল প্রবাসীদের কল্যাণে কাজ করার চিন্তা নিয়ে বাংলাদেশ কমিউনিটি কুয়েত নামকরণে নতুন পথ চলা শুরু করল। শুক্রবার রাতে কুয়েত সিটির সুইচবেল হোটেলে বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিউনিটির শীর্ষস্থানীয় দুইটি পদের নাম প্রকাশ করেন বিশিষ্ট সংগঠক আতাউল গনি মামুন। এতে সভাপতি পদে ডায়মন্ড গ্রুপ ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ফয়েজ কামালের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাস কর্তৃক অনুমোদনপ্রাপ্ত প্রবাসী ব্যবসায়ীদের একমাত্র সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) কুয়েত এর সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র সিটিজেন শিমালী এন্ড ওয়ারিস কোম্পানির চেয়ারম্যান হাসান ওয়ারিস, ডক্টর খালেদ চৌধুরী, স্থপতি মোসাদ্দেক আলী, ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, বিমান বাংলাদেশ এর কান্ট্রি মেনেজার দিবাকর দেওয়ানজি, প্রকৌশলী ফকরুল ইসলাম ফারুক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দের আগামী দিনের পথ চলার বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগ (একাংশ) এর সভাপতি রউফ মাওলা, কুয়েত বিএনপির(একাংশ) সভাপতি শরিফ হোসেন, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী হাজী, এলডিপির সভাপতি জাফর আহম্মদ চৌধুরী, আওয়ামী নেতা নজরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের উপদেষ্ঠা মাওলানা নুরুল ইসলাম, মুক্তযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি রবিউল আলম রবি, প্রবাসী সাহিত্য পরিষদের সভাপতি মোরশেদ আলম বাদল, বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের মোল্লা, স্বেচ্ছা সেবকলীগ (একাংশ) এর সভাপতি আলা উদ্দিন আলা, যুবলীগ কুয়েত ও চট্টগ্রাম সমিতির সাধারন সম্পাদক তৌহিদুল আলম, আহাদ, সাইফুল ইসলাম, জাহিদসহ উপস্থিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকমনষ্ক ব্যক্তি, রাজনীতিক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলীসহ অসংখ্য প্রবাসী।

নব নির্বাচিত নেতৃবৃন্দরা বলেন, কথায় নয় কাজে পরিচয় দিতে চান। এই সংগঠনের মাধ্যমে বিভিন্নকারণে মৃত প্রবাসীদের প্রত্যেক লাশের সাথে ২০ থেকে ৫০ হাজার টাকার অনুদানের পাশাপাশি বাংলাদেশে বন্যা দুর্গত এলাকায় ত্রানসহ প্রবাসীদের বিভিন্ন সমস্যায় সর্বদা পাশে থাকার অঙ্গিকার করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামাল ও সংগঠক আতাউল গনি মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) ভাইচ প্রেসিডেন্ট আকবর হোসেন। মাওলানা আবু বক্কর পবিত্র কুরআন থেকে তেলোয়াত এর পর সকল শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালনের পরে অনুষ্ঠানের শুরু হয়। আর অতিথি আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি ঘটে।

বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর