১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:১৭

টরন্টোতে হাই কমিশনের কনস্যুলার সার্ভিসে উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক

টরন্টোতে হাই কমিশনের কনস্যুলার সার্ভিসে উপচে পড়া ভিড়

বৃহত্তর টরন্টো ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য আয়োজিত কনস্যুলার সেবায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত শুক্রবার থেকে টরন্টোর ডেনফোর্থে বাংলাদেশ সেন্টারে এই কনসুলার সেবা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ রবিবারও সারাদিন এই সেবা চলবে।

প্রসঙ্গত, কয়েক মাস পর পর হাই কমিশন টরন্টোতে কনসুলার সেবা নিয়ে আসে। তবে এবারই প্রথম অস্থায়ী এই কনস্যুলার সেবায় মেশিন রিডএবল পাসপোর্টের আবেদন, নবায়নের আবেদন গ্রহণ করা হয়েছে। এছাড়াও নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য কনসুল্যার সেবা দেওয়া হয়েছে।

মেশিন রিডএবল পাসপোর্টের আবেদনের সুযোগ থাকায় বিপুল সংখ্যক প্রবাসী এই সেবা নিতে ভিড় জমান। 

হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ মোকসুদ খান জানান, প্রতিদিনই পাঁচশতাধিক বাংলাদেশি কনস্যুলার সেবা নিতে এসেছেন। শেষ দিনে আরও অধিক সংখ্যক বাংলাদেশি এই সেবা নিতে আসবেন বলে তিনি মনে করছেন। 

গত শুক্রবার হাই কমিশনার মিজানুর রহমান অস্থায়ী কনস্যুলার সার্ভিসে মেশিন রিডএবল পাসপোর্ট সেবার উদ্বোধন করেন। 

কনস্যুলার সেবা নিতে আসা আমাজন ইমিগ্রেশন অ্যান্ড লিগ্যাল সার্ভিসেস এর কর্ণধার ওয়াজির হোসেন মুরাদ বলেন, যে হারে কনস্যুলার সেবা গ্রহণে আগ্রহীদের সংখ্যা বাড়ছে তাতে দ্রুত টরন্টোতে হাই কমিশনের একটি কনস্যুলার অফিস খোলা অপরিহার্য হয়ে পড়েছে। তিনি এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর