২১ মার্চ, ২০১৭ ১৫:৩৮

রিয়াদ দূতাবাসের সেফহোমে স্বেচ্ছাসেবক লীগের অনুদান প্রদান

সৌদি আরব প্রতিনিধি:

রিয়াদ দূতাবাসের সেফহোমে স্বেচ্ছাসেবক লীগের অনুদান প্রদান

রিয়াদ দূতাবাসে আশ্রিত বাংলাদেশি নারী গৃহকর্মীদের জন্য অনুদান দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগর কমিটি। সম্প্রতি সংগঠনটির সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তাদের কাছে এই অনুদান হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত গোলাম মসীহ'র পক্ষে অনুদান গ্রহণ করেন দূতাবাসের কার্যালয় প্রধান মনিরুল ইসলাম ও কাউন্সিলর (শ্রম) মো. সারোয়ার আলম। রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সভাপতি এম. মুনীরুল ইসলাম মুনীর, শাওন মহসীন খাঁন, বাদল মোল্লা ও রাসেল নিলয় এসময় উপস্থিত ছিলেন।
 
রিয়াদ দূতাবাস কর্মকর্তাগণ রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রশংসা করে এবং স্বেচ্ছাসেবকলীগ নেতাদের গঠনমূলক সকল কাজে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দরাও মানবিক সকল কাজে সবসময় সামর্থ্যানুযায়ী সহযোগীতা করবেন বলে জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর