২২ মার্চ, ২০১৭ ১০:৪১

বার্সেলোনায় ডিজিটাল পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম শুরু

দবির তালুকদার, স্পেন:

বার্সেলোনায় ডিজিটাল পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম শুরু

এখন থেকে স্পেনের মাদ্রিদ দূতাবাসের সাথে বাণিজ্যিক  রাজধানী বার্সেলোনায় ফিঙ্গারপ্রিন্ট দেয়ার সুবিধা প্রধান করা হবে। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার প্রতিসশ্রুতি অনুযায়ী বার্সেলোনাতে ডিজিটাল পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কার্যক্রম শুরু হচ্ছে। 

বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিজিটাল পাসপোর্টের জন্য আগামী ৭ এপ্রিল বার্সেলোনায় বাংলাদেশের কন্সুলেট অফিসে ও ৮ এপ্রিল স্থানীয় ভিলাদমাত রোডের সেন্ত্র সিভিকে মেশিন রিডেবল পাসপোর্ট এর এনরোলমেন্ট সেবা প্রদান করা হবে বলে জানানো হয়। Inline images 1 এ সেবা চালু হলে বাংলাদেশি প্রবাসীদের বার্সেলোনা থেকে কষ্ট করে মাদ্রিদ দূতাবাসের অফিসে যেতে হবে না।  

গতকাল (২১ মার্চ) বাংলাদেশ দূতাবাস প্রদত্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রদানে আগ্রহীরা বার্সেলোনায় বাংলাদেশের কন্সুলেট অফিস থেকে সিরিয়াল নিতে হবে। এজন্য অফিসে সরাসরি হাজির হয়ে বা টেলিফোনেও (৯৩৪১০৮৩৮৯) সিরিয়াল নেয়া যাবে। তবে ৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সিরিয়াল নিতে হবে না। তাদের ফর্ম শুধুমাত্র ৮ এপ্রিল জমা নেয়া হবে।

৭ এপ্রিল, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্টের এনরোলমেন্ট এর জন্য বার্সেলোনায় বাংলাদেশের কন্সুলেট অফিস (Calle de Londress, 35, 08029 Barcelona) এ সিরিয়াল গ্রহণকারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

৮ এপ্রিল শনিবার ভিলাদমাত রোডের সেন্ত্র সিভিক (Centro Civico Cotxeres Borrell, Calle Viladomat 2-8, 08015 Barcelona ) এ সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট এনরোলমেন্ট, ৬ বছরের কম বয়সী বাচ্চাদের পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট বিতরণ, ট্রাভেল পারমিট প্রদান, এনভিআর এর আবেদন গ্রহণ, কাগজপত্র সত্যায়ন প্রভৃতি সেবা প্রদান করা হবে। দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 
  

বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর