২৩ মার্চ, ২০১৭ ০৩:৪৬

মালয়েশিয়া প্রবাসীদের বৈশাখী মিলনমেলা

শাহাদাত হোসেন, মালয়েশিয়া:

মালয়েশিয়া প্রবাসীদের বৈশাখী মিলনমেলা

'বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া' এর (বিএস ইউএম ) উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী মিলনমেলা।প্রবাসেও বাংলা ১৪২৪ সালকে বরণ করে নিতেই এই আয়োজন। কুয়ালালামপুরের দেওয়ান সেরি ইস্কান্দরে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে বলে জানা যায়। সকাল ১১টায় বাংলার ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ দিয়ে অনুষ্ঠান শুরু হবে।মেলায় নানারকম সুস্বাদু বাংলা খাবারের পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যাবে।

বিশিষ্টি ব্যক্তিবর্গের অংশগ্রহণে মেলায় দুপুরের পর থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষা, নেতৃত্ব, ব্যাবসায়িক ক্ষেত্র, খেলাধুলা, নৃত্য, সঙ্গীত, সাহিত্যের ক্ষেত্রে অবদান রাখা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের সম্মাননা প্রদান করা হবে। সন্ধ্যা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মালয়েশিয়ার সকল বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর