২৪ মার্চ, ২০১৭ ১৫:২৪

গণহত্যা দিবস পালনের উদ্যোগ ডেনমার্ক প্রবাসীদের

ডেনমার্ক প্রতিনিধি

গণহত্যা দিবস পালনের উদ্যোগ ডেনমার্ক প্রবাসীদের

বাংলাদেশের জাতীয় সংসদে সম্প্রতি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করার জন্য বিল পাশ হয়। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের লক্ষে ডেনমার্ক প্রবাসী বাঙালিরাও এবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দিতে ডেনমার্ক সংসদের স্পিকার পিয়া কারসগার্ড বরাবর স্মরকলিপি প্রদান করা হবে।  গণহত্যার নিহত সকল শহীদের স্মরণে ডেনমার্ক সংসদ ভবনের সামনে সন্ধ্যা ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।

ডেনমার্ক আওয়ামী লীগ, ডেনমার্ক যুবলীগ, ডেনমার্ক ছাত্রলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্ক যুবলীগ সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, ঘাতক দালাল নির্মূল কমিটি ডেনমার্কের সদস্য সচিব মোতালেব ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সব ডেনমার্ক প্রবাসী বাঙালিদের অনুরোধ করেছেন।

বিডি প্রতিদিন/২৪ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর