২৪ মার্চ, ২০১৭ ১৬:০০

ইতালিতে বাংলাদেশ সমিতি পুনর্গঠনে সভা

এমডি রিয়াজ হোসেন, ইতালি:

ইতালিতে বাংলাদেশ সমিতি পুনর্গঠনে সভা

ইতালিতে বাঙালী কমিউনিটির স্বার্থে কথা বলা বা অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ সমিতি। সম্প্রতি এ সমিতি পুনর্গঠনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের একটি হলরুমে বাংলাদেশ সমিতির আয়োজনে সেই মতবিনিময় সভায় কমিউনিটির নেতারা বলেন, এই সংগঠনের মাধ্যমে বহু বাঙালী পেয়েছে ইতালির মাটিতে বৈধভাবে বসবাসের সুযোগ। এছাড়া পেয়েছে কাজের সুযোগ, মানবাধীকার, বিনা খরচে মৃতদেহ দেশে পাঠানো, ইতালিয়ান পাসপোর্টসহ বিভিন্ন রকমের সযোগীতা। কিন্তু ২০০৩ সালের পর থেকে দেখা দেয় যোগ্য নেতৃত্বের অভাব। আর তারই সুযোগ নেয় একটি চক্র, যে চক্রটি কমিউনিটির উপকার করার কথা বলে অর্থ গ্রহণ করতেও দ্বিধাবোধ করে না। উপকার করার চেয়ে ভোগাচ্ছেন বেশি, শোষকের মতো চুষে যাচ্ছে সমাজের বিপদগ্রস্থ লোকদের। 

বাংলাদেশ সমিতির সভাপতি জি এম কিবরিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি হাসান ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রীস ফরাজী, বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির সভাপতি জাহাঙ্গীর ফরাজী, শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আবঃ রব ফকির, বাংলাদেশ সমিতির  সহ-সভাপতি নুরুজ্জামান লাকি, বরিশাল বিভাগ সমিতির সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাধারণ সম্পাদক এ্যাডঃ আনিসুজ্জামান, বৃহত্তরা মায়মনসিংহ জেলা সমিতির সভাপতি জসিম উদ্দিন, অল ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির , বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি দিদারুল আবেদিন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) এর সভাপতি জামিল আহম্মেদ, রোমা ওয়েষ্ট সমিতির সহ সভাপতি ফিরোজ খান, ঢাকা দক্ষিন সমিতির সভাপতি মোজাফ্ফর হোসেন বাবুল, গাজিপুর জেলা সমিতির সভাপতি সোহরাব হোসেন, টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি মজিবুর রহমান, ব্রাক্ষনবাড়ীয়া জেলা সমিতির শেখ মামুন, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদসহ , দীন মোহাম্মদ দিনু, মাহবুবুর রহমান প্রধান, ফারুক খালাসি, এনায়েত করিম, মনির বন্দুকসী বক্তব্য করেন। 

এসময় উপস্থিত ছিলেন খলিল বন্দুকছি মাসুদ রানা, বাবলি ইউসুফ, শারমিন পপি, নিলুফার নান্নু, তাহমিনা, ফারুক ফরাজী, আলী আহম্মেদ, মোজাহিদ হাসান রতন, আব্দুল মজিদ বাবুলসহ সামাজিক ও আঞ্চলিক সর্বস্তরের নেতাকর্মী।  খুব শীঘ্রই নির্বাচন কমিশনের মাধ্যমে সকলের গ্রহণযোগ্যতা নিয়ে ইতালিয় বাংলাদেশ সমিতি পুনর্গঠন করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।


বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর