২৬ মার্চ, ২০১৭ ০১:৩২

সৌদি আরবে গণহত্যা দিবস পালিত

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব

সৌদি আরবে গণহত্যা দিবস পালিত

সৌদি আরবে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে গণহত্যা দিবস পালিত হয়েছে।শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেটের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শুনান দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ফরিদ উদ্দিন এবং কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম। 

জেদ্দা কনস্যুলেটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর আলতাফ হোসেন ও কাউন্সিলর আজিজুর রহমান।

 

২৫ মার্চের গণহত্যার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র পদর্শন করা হয়। পরে গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর