২৬ মার্চ, ২০১৭ ০১:৫৪

'গণহত্যা দিবস'কে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ডেনমার্ক প্রবাসীদের

কোপেনহেগেন (ডেনমার্ক) প্রতিনিধি

'গণহত্যা দিবস'কে আন্তর্জাতিক স্বীকৃতির দাবি ডেনমার্ক প্রবাসীদের

ইতিহাসের নৃশংসতম গণহত্যার একটি বাংলাদেশে ঘটেছিল ১৯৭১ সালের ২৫ মার্চ। এ উপলক্ষে আজ ২৫ মার্চ "জাতীয় গণহত্যা দিবস" এ সকল শহীদ এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডেনমার্ক পার্লামেন্টের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেন ডেনমার্ক প্রবাসী বাঙালিরা। একই সঙ্গে দিবসটিকে "গণহত্যা দিবস" হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবিতে ডেনিশ পার্লামেন্টের সচিবের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।  

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, ডেনমার্ক যুবলীগের সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মোতালেব হোসেন ভূঁইয়া, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, ডেনমার্ক আওয়ামী লীগ এর হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর মুকুল, সাগর,  তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিন, সুমন বিশ্বাসসহ আরো অনেকে।

বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর