২৭ মার্চ, ২০১৭ ১২:৩১

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালিত

জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের সেন্টুল কারি কাপালা রেস্টুরেন্টের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. সোহরাওয়ার্দী হোসেন সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, বীর মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান, সবুজবাগ থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, সাংবাদিক গৌতম রায়, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, আব্দুল করিম, দাতু আক্তার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বাংলাদেশের জনগণের পরম ও চরম অর্জন মহান স্বাধীনতা। একাত্তরে বাংলাদেশের প্রতিটি ঘরই যেন হয়ে উঠেছিল একেকটি দূর্গ। নয় মাসের সশস্ত্র সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন যুবলীগের আহ্বায়ক তাজকীর আহম্মেদ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের ভার প্রাপ্ত সভাপতি মো: জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল সিকদার প্রমুখ।


বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর