২৭ মার্চ, ২০১৭ ১২:৪৫

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

জহিরুল ইসলাম হিরন,মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে শুরু হয় এ অনুষ্ঠান।

কোরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলাম।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর মো. হুমায়ূন কবির, রাজনৈতিক সচিব রইচ হাসান সারোয়ার, ফার্স্ট সেক্রেটারি এসকে শাহীন, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, পাসপোর্ট ও ভিসা শাখার ফার্স্ট সেক্রেটারি মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল, ২য় সচিব তাহমিনা ইয়াসমিন, ফরিদ আহমদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, মাজহারুল ইসলাম, জাকির হোসেন, আনিস মোল্লা, নয়ন, থিংকু, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক সভাপতি রবিউল ইসলামসহ অনেকে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার কূটনীতিক ও প্রবাসীদের অংশগ্রহণে সভা করবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।


বিডি প্রতিদিন/২৭ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর