২৯ মার্চ, ২০১৭ ১০:৪৬

সাত দিনেই মেশিন রিডএবল পাসপোর্ট পাবেন কানাডা প্রবাসীরা

অনলাইন ডেস্ক

সাত দিনেই মেশিন রিডএবল পাসপোর্ট পাবেন কানাডা প্রবাসীরা

কানাডা প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে এক সপ্তাহের মধ্যে মেশিন রিডএবল পাসপোর্ট পাবেন। দ্রুততম সময়ে পাসপোর্ট সরবরাহ করতে অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট বিষয়ক বিশেষ উইং খোলা হয়েছে। এই উইং স্বল্পতম সময়ে পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করবে। 

আগে হাই কমিশনে জমা হওয়া পাসপোর্টের আবেদনপত্র কূটনৈতিক ব্যাগে বাংলাদেশে যেতো। আবার তৈরি হওয়া পাসপোর্টগুলো কূটনৈতিক ব্যাগে কানাডায় আসতো। এতে পাসপোর্ট পেতে প্রবাসীদের অনেক সময় লেগে যেতো। কূটনৈতিক ব্যাগও একটি নির্দিষ্ট সময়ে আসা যাওয়া করে বলে পাসপোর্ট প্রাপ্তিতে বিলম্ব হতো

সম্প্রতি পাসপোর্টের আবেদন বাংলাদেশে পাঠানো এবং বাংলাদেশ থেকে তৈরি হওয়া পাসপোর্ট কানাডায় নিয়ে আসার জন্য একটি কুরিয়ার কোম্পানির সাথে চুক্তি হয়েছে। ফলে এখন আর কূটনৈতিক ব্যাগের অপেক্ষায় থাকতে হবে না। প্রবাসীরা এখন থেকে সাত দিনের মধ্যেই মেশিন রিডএবল পাসপোর্ট পাবেন।

সূত্র : নতুনদেশ ডটকম

 


বিডি প্রতিদিন/২৯ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর