৩০ মার্চ, ২০১৭ ০৪:৫২

স্বাধীনতা দিবসে টরন্টোতে আওয়ামী লীগের আলোচনা সভা

কানাডা প্রতিনিধি:

স্বাধীনতা দিবসে টরন্টোতে আওয়ামী লীগের আলোচনা সভা

টরন্টোতে আয়োজিত আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে পরিচালিত পৈশাচিক হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে কানাডা সরকারের প্রতি দাবি জানিয়েছেন ।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত রোববার ডেনফোর্থের মিজান অডিটরিয়ামে কানাডা আওয়ামী লীগ, অন্টারিও  আওয়ামী লীগ, টরন্টো সিটি আওয়ামী লীগ এবং  বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই আলোচনা সভায় অংশ নেন। 

অনুষ্ঠানের কনভেনর আলী আকবরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, এমরুল ইসলাম (ইমরুল), বেলাল সামসুল, হাই সুমন, জিয়াউল হক চৌধুরী, জগলুল হক, মুজাহিদুল ইসলাম, আবদুস সালাম,  আসিয়া বেগম, ফারহানা শান্তা, মোস্তফা কামাল, জামাল উদ্দিন, গোলাম সারোয়ার , ফুয়াদ চৌধুরী, ইবতেদার যোবের সেলিম, নিরু চাকলাদার' আজিজুল মালিক, তুতিউর রহমান, নজরুল আহমেদ, ফায়জুল করিম, আবুল বাশার, সাবু শাহ, ড. আওয়াল, নিরঞ্জন সরকার বাচ্চু, জসিম উদ্দিন চৌধুরী, ঋষিকেশ সরকার, বরুণ চন্দ্র রায়, ফখরুল ইসলাম চৌধুরী মিলন, মনির হোসেন, শক্তি দেব, মাসুক আহমেদ, প্রণব চন্দ্র রায়, মেজর জেনারেল জন গোমস প্রমুখ। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর