২০ এপ্রিল, ২০১৭ ২০:২৩

নিউইয়র্কে উদীচীর 'মঙ্গল শোভাযাত্রা' অনুষ্ঠিত

এনআরবি নিউজ, নিউইয়র্ক:

নিউইয়র্কে উদীচীর 'মঙ্গল শোভাযাত্রা' অনুষ্ঠিত

উত্তর আমেরিকায় বাঙালিদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট এবং ৩৭ এভিনিউর কর্ণারকে ‘বঙ্গবন্ধু কর্ণার’ হিসেবে পরিণত করার দীর্ঘদিনের দাবির পরিপূরক কর্মসূচি পালন করলো যুক্তরাষ্ট্র উদীচী। কয়েক বছর আগে হাজারো প্রবাসীর স্বাক্ষরসহ একটি দরখাস্ত সিটি কাউন্সিলে দেয়া হয়েছে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউর কর্ণারকে ‘বঙ্গবন্ধু স্কোয়ার’-এ পরিণত করার।

বাংলা নতুন বছর বরণ উপলক্ষে গত রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে উদীচীর মঙ্গল শোভাযাত্রাটা জ্যাকসন হাইটসের সড়ক প্রদক্ষিণকালে এই কোণায় দাঁড়িয়ে সমবেত কন্ঠে বৈশাখ বরণের ঐতিহাসিক সঙ্গীতগুলো পরিবেশন করা হয়। সে সময় বর্ণিল এক আমেজ গোটা এলাকা ভাসিয়ে নেয়। দেড় দশকেরও আগে থেকে বৈশাখ বরণে প্রবাস প্রজন্ম এবং অভিভাবক সমন্বয়ে ৬০/৬২ রকমের খাবার পরিবেশনের মধ্য দিয়ে উদীচী দৃষ্টিনন্দন কর্মসূচি পালন করলেও এবার ছিল বিগত বছরের চেয়ে বেশি কিছু। ঠিক ঢাকার চারুকলার আদতে বিরাট একটি বাঘের প্রতিকৃতির সাথে নানা জীবজন্তুর মুখোশ, বক, পাখির ছবি ও প্লেকার্ডে শোভিত নানা স্লোগানে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর