২৭ এপ্রিল, ২০১৭ ০৯:৫৫

বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের সহায়তায় ১৬ মিলিয়ন ডলার বরাদ্দ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :

বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের সহায়তায় ১৬ মিলিয়ন ডলার বরাদ্দ

নিউইয়র্ক সিটির বাজেট নিয়ে কথা বলছেন মেয়রের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগরওয়াল।

অবৈধভাবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫ লক্ষাধিক অভিবাসীকে সুখবর দিলো নিউইয়র্ক সিটি প্রশাসন। সিটি মেয়রের অভিবাসন সম্পর্কিত কমিশনার নিশা আগরওয়াল বুধবার সিটি কাউন্সিলের শুনানিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নীতির কারণে বিপদগ্রস্ত অবৈধ অভিবাসীকে আইনগত সহায়তার জন্যে সামনের বাজেটে ১৬.৪ মিলিয়ন ডলার বরাদ্দ করা হচ্ছে। মেয়র বিল ডি ব্লাসিয়োর আগ্রহে এ অর্থ বরাদ্দ করার কথাও উল্লেখ করেন নিশা। 

এর আগের দিন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো সিটিতে অবস্থিত ফেডারেল কোর্টের জজ উইলিয়াম অরিক থার্ড এক রুলিংয়ে স্থগিতাদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে। গত ২৫ জানুয়ারি জারিকৃত ওই আদেশ অনুযায়ী যে সব সিটি অবৈধ অভিবাসীদের গ্রেফতারে সহায়তা দেবে না, ওই সব সিটিকে ফেডারেল অনুদান বন্ধের কথা ছিল। ওই নির্বাহী আদেশের কারণে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, বস্টন, শিকাগো, ডেট্রয়েটসহ ৫ শতাধিক সিটির নিরাপত্তা রক্ষাসহ বহু প্রকল্প হুমকির মুখে পড়েছিল। কারণ, এসব সিটি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে, তারা ট্রাম্পের গণবিরোধী নির্দেশ পালন করবে না অর্থাৎ তারা তাদের সিটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের গ্রেফতার করতে ট্রাম্পের এজেন্টদের কোন ধরনের সহায়তা দেবে না। 

ফেডারেল জজের স্থগিতাদেশে তেমন পরিস্থিতির অবসান ঘটলো বলে উল্লেখ করেছেন আইন প্রণেতারা। এটর্নি মঈন চৌধুরী বলেন, ‘ফেডারেল জজের এই আদেশের পরিপ্রেক্ষিতে আবারো প্রমাণিত হলো যে, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই নির্বাহী আদেশটিও সংবিধানের পরিপন্থি ছিল।’ তিনি আরও বলেন, ‘ক্যালিফোর্নিয়ার আরেকটি কোর্টের জজ ইতিপূর্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের ওপর ট্রাম্পের নির্বাহী আদেশ স্থায়ীভাবে স্থগিত করে দিয়েছেন।’

নিউইয়র্ক সিটির অবৈধ অভিবাসীসহ সকল অভিবাসীর মানবাধিকার ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন বাজেটে বরাদ্দের পরিমাণ হবে ৩০ মিলিয়ন ডলার। এ তথ্যও প্রকাশ করেন ভারতীয়-আমেরিকান নিশা আগরওয়াল। গত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল মাত্র ১২ মিলিয়ন ডলার। নিশা জানান, গরিব অবৈধ অভিবাসীরা অগ্রাধিকার পাবেন তাদের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ ঠেকাতে এটর্নির ফি বাবদ। এ ব্যাপারে কর্মরত ‘নিউইয়র্ক ইমিগ্র্যান্ট ফ্যামিলি প্রজেক্ট’ চলতি বাজেটের বরাদ্দ অনুযায়ী ১৪৫০ অবৈধ অভিবাসীকে আইনগত সহায়তা দিয়েছে। আরো অনেকেই আইনগত সহায়তা চাচ্ছেন বলে সিটি মেয়রের এই প্রতিনিধি উল্লেখ করেন। 

এদিকে, সিটি মেয়র এক বিবৃতিতে ২৬ এপ্রিল বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অ-আমেরিকান নীতির কাছে আমরা কোনভাবেই নতি স্বীকার করবো না। আমরা সবসময় অভিবাসীদের স্বাগত জানাবো নিউইয়র্কে। কারণ, তাদেরর রক্ত-ঘামেই নিউইয়র্ক সিটি গড়ে উঠছে এবং বিশ্বে শ্রেষ্ঠ সিটিতে পরিণত হয়েছে। নিউইয়র্ক সিটির নিরাপত্তায় অভিবাসী সমাজের ভূমিকাও অস্বীকারের উপায় নেই।’ 

উল্লেখ্য, নিউইয়র্কের গভর্নর এন্ড্রু ক্যুমো ইতিপূঊেন ১০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এবং অবৈধ অভিবাসীদের আইনগত সহায়তার জন্যে হটলাইন চালু করেছেন। 


বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর